জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) ভ্লাদিমির ইভানোভিচ ভরনকভ সন্ত্রাস দমন ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন।
ভরনকভ ২০২৩ সালের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সদস্য রাষ্ট্রগুলোর সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর প্রধানদের আসন্ন উচ্চ-পর্যায়ের বৈঠকে নিজেদের সাফল্যের অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।
বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে আন্ডার সেক্রেটারি-জেনারেল সন্ত্রাসে অর্থায়ন, পারমাণবিক সন্ত্রাসবাদ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি সহায়তাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রসারিত করার জন্য প্রস্তুত রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকার সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ বজায় রেখেছে।
বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ মিশন জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিবৃতিটি কোনো বৈশ্বিক প্রতিবেদন ছিল না: জাতিসংঘ মানবাধিকার কার্যালয়