শুক্রবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে কুরগাঁও এলাকায় শামিমের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেসরকারি চ্যানেল মাইটিভির স্থানীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ ও ঢাকা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ওবায়দুল ইসলাম।
ওয়াহিদ বলেন, ‘শামিমের বিরুদ্ধে জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করতে গেলে তিনি কোনো কথা না শুনে হকিস্টিক ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমি ও ওবায়দুল ইসলাম গুরুতর আহত হই। পরে পুলিশ আমাদের উদ্ধার এবং শামিমকে আটক করে থানায় নিয়ে যায়।’
ওবায়দুল ইসলাম বলেন, ‘আমার এক নিকটাত্মীয়ের জমি শামিম দখল করে রেখেছেন। আমি ওই জমি দেখতে গেলে শামিম ও তার ক্যাডার বাহিনী আমার ওপর হামলা চালায়।’
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, তারা ঘটনাটি শুনেছেন। শামিমের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ করে সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেয়া হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘মারামারির ঘটনায় অভিযোগের ভিত্তিতে থানা ছাত্রলীগের সভাপতি শামিমকে আটক করা হয়েছে।’