গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ভূমি কার্যালয়ে এসে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
জানান যায়, অভিযুক্তেরা সাংবাদিক পরিচয়ে ভূমি কার্যালয়ে এসে এসে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার কাছে চাঁদা দাবি করে। বিষয়টিতে সন্দেহ হলে সহকারী কমিশনার তাদের পত্রিকার পরিচয়পত্র যাচাই বাছাই করেন। তাতেই প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
প্রতারণার প্রমাণ মিলে যাওয়ায় তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: সিলেটে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- বিটিভির খোঁজ খবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটর পরিচয়দানকারী সাংবাদিক নেত্রকোনার নিউটাউন এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে মো. মনিরুজ্জামান (৫৪);দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ক্রাইম রিপোর্টার গাজীপুরের পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক (২৪); দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি টঙ্গী আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে সরকার নাইমুল ইসলাম সেলিম (৩৪); দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার রিপোর্টার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯) এবং একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি টঙ্গীর এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান রানা (২৪)।