ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ নারী ফুটবলার সোহাগী কিসকু ও স্বপ্না রানী রায়ের জন্য একটি জমকালো সংবর্ধনা অপেক্ষা করছে।
চারবারের ফাইনালিস্ট এবং স্বাগতিক নেপালকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সাত জাতি সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার নতুন চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন: সাফজয়ী ফুটবলারদের লাগেজ ডেলিভারি সম্পর্কে বিমান যা বললো
বিজয়ী দলের খেলোয়াড় সোহাগী উপজেলার বনগাঁও শিয়ালডাঙ্গী গ্রামের গুলজার কিসকুর মেয়ে এবং একই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাঙ্গাটুঙ্গি গ্রামের নীরেণ চন্দ্র রায়ের মেয়ে স্বপ্না রাণী রায়।
তারা দুজনেই রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির সদস্য হয়ে রাঙাটুঙ্গি গ্রামের মাঠ থেকে তাদের ফুটবল যাত্রা শুরু করেন।
আরও পড়ুন: সাফ জয়ী মাসুরার বাস খাস জমিতে!
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকেই পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় দুই মেয়ের অবদান ও জয় উদযাপন করতে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
এই দুই খেলোয়াড়কে জমকালো সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন জানান, স্বপ্না ও সোহাগী জেলার গর্ব এবং ঢাকা থেকে ছুটিতে আসলে আগামী ৫ অক্টোবর তাদের সংবর্ধনা দেয়া হবে।
আরও পড়ুন: দেশে ফিরে সাফজয়ী ফুটবলারদের পুরস্কারে দেবেন প্রধানমন্ত্রী
রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির কর্ণধার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, দরিদ্র পরিবার থেকে উঠে আসার সত্ত্বেও সকল বাধা অতিক্রম করে দুই নারী খেলোয়াড়ই জাতীয় দলে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন। এছাড়া তারা পুরো দেশকে গর্বিত করেছে।
তিনি জানান, তাদের উভয় পরিবারই অর্থনৈতিকভাবে পিছিয়ে এবং আর্থিক সাহায্যের প্রয়োজন।