সাভারের চামড়া শিল্প নগরীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অভিযোগে সাতটি ট্যানারির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় সাথী লেদার লিমিটেড, গেইট ইস্টার্ণ ট্যানারি (প্রাইভেট) লিমিটেড, সিটি লেদার, ফেনী লেদার, ইউসুফ বার্দাস ট্যানারি লিমিটেড, বাংলা ট্যান লেদার প্রডাক্টস লিমিটেড ও মেসার্স পূবালী ট্যানারি লিমিটেডের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।
মঙ্গলবার দুপুরে সাভারের চামড়া শিল্প নগরীতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহামুদ জানান, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যেসকল ট্যানারি তরল বর্জ্য ও পানি নির্গত করে পরিবেশ দূষণ করছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। সেই নির্দেশনা মোতাবেক সাভার চামড়া শিল্প নগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে তরল বর্জ্য দিয়ে পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় ওই সাতটি ট্যানারির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুন: খুলনায় নতুন চামড়া কেনায় আগ্রহ নেই ট্যানারি ব্যবসায়ীদের