কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কনস্টেবল মুন্সী আজমীর হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার উপজেলার টোল প্লাজার আনসার ক্যাম্পের সামনে থেকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৪ হাজার ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ।
কনস্টেবল মুন্সী আজমীর হোসেন বাকলিয়া থানার বলীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। তিনি খুলনার বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দাউদকান্দির টোল প্লাজার আনসার ক্যাম্পের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ সিএমপির বাকলিয়া থানার পুলিশ কনস্টেবল মুন্সী আজমীর হোসনকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চট্টগ্রামের লোহাগাড়ার জনৈক শাহ আলমের কাছ থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকার একটি পার্টির কাছে ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সিএমপির কনস্টেবল আজমীর ও সরবরাহকারী শাহ আলমের বিরুদ্ধে ডিবির উপ পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশই তদন্ত করছে।
সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, মুন্সি আজমীর বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। সোমবার ভোর ৬টা পর্যন্ত সে ডিউটিতে ছিল। এরপর আট ঘণ্টার বিশ্রামে ছিল। কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বিশ্রামের ফাঁকে সে ইয়াবা নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছিল। বিকেলে আমরা আজমীরকে গ্রেপ্তারের খবর পাই।
আরও পড়ুন: টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ, পলাতক ২