নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে।’
টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুসা) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এটি করতে নির্বাচন কমিশনকে (ইসি) আমরা সর্বাত্মক সহয়তা প্রদান করব।’
দেশের দ্রুত বিকাশের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশ একটি অনন্য অবস্থানে পৌঁছেছে।
এসময় ১০ জন শিক্ষার্থীর জন্য ‘শহীদ শেখ কামাল এবং শহীদ সুলতানা কামাল স্মৃতি বৃত্তি’ নামে নতুন বৃত্তি চালু করায় সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসার প্রেসিডেন্ট ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এছাড়া ডুসার সচিব মো. কামাল শরীফ এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।