নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসার অপরাধে নারীসহ চার জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-৭।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে সোমবার তাদের আটক করা হয়।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
আটকরা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন বিক্রমপুর এলাকার মৃত নুর আলমের মেয়ে হোসনে আরা (৩৫), একই এলাকার সালাউদ্দিনের মেয়ে মোছা. ছাহিমা (১৮), কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াইতপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. রবিউল হাসান (২৬) ও ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার দুর্জয়নগর এলাকার সেলিম মিয়ার ছেলে মো. ইয়াছিন মিয়া (১৮)।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে র্যাব সোমাবার সন্ধ্যায় মাদক অভিযানে চালিয়ে শিমরাইল এলাকায় থেসে ১২ কেজি গাঁজাসহ হোসনে আরা ও মোছা. ছাহিমা আটক করে। পরে একই এলাকা থেকে ওই দিন বিকালে ১৭ কেজি গাঁজাসহ রবিউল হাসান ও ইয়াছিন মিয়াকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।