নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অভিযানের মাধ্যমে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই সময় দুই নারীকে আটক করেছে র্যাব-১১।
রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল থানার বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী মোছা. রোজী আক্তার (৩৫) ও ময়মনসিংহের ধোবাউড়া থানার আনন্দপুর এলাকার কাজী শাহ আলমের স্ত্রী হাসি আক্তার খুশী (২৭)।
আরও পড়ুন: কক্সবাজারে ২ ‘অপহরণকারী’ আটক, ভুক্তভোগী উদ্ধার
সোমবার র্যাব-১১ সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১২ কেজি গাঁজাসহ দুই নারী ‘মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে আটক করা হয়।
আরও পড়ুন: নাটোরে তাঁতী লীগের সভাপতি আটক
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, আটক ওই দুই নারী দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদক গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েচে বলে জানিয়েছে র্যাব।