চীনের সিনোফার্ম থেকে প্রায় ৫৪ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা এসে পৌঁছেছে।
বিমানবন্দর স্বাস্থ্য ক্যাম্পের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি ইউএনবিকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক টিকার এই চালান গ্রহণ করেন।
এর আগে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বলেছেন, চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা টিকার চালান ঢাকা পৌঁছাবে।
এটি এখন পর্যন্ত চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় টিকার ডোজের দ্বিতীয় বৃহত্তম চালান।
হুয়ালং ইয়ান বলেন, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে যখনই প্রয়োজন হবে চীন সর্বদা সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে।
এনিয়ে সিনোফার্মের প্রায় ২ কোটি ডোজ টিকা পেল বাংলাদেশ।