সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৬৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় দু’জনকে গ্রেপ্তোর করেছে র্যাব-১২’র সদস্যরা। রবিবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ক্লিক মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-জেলার শাহজাদপুর উপজেলার বাজারঘাটি গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে মো. সানোয়ার হোসেন (৩৪) ও একই উপজেলার মুশিপুর উত্তরপাড়া গ্রামের মো. হাফিজুল প্রামানিকের ছেলে মো. তাহাজ উদ্দিন (৩৫)।
আরও পড়ুন: যশোরে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ক্লিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৮০ পিস ইয়াবা উদ্ধারসহ নগদ ৫ হাজার ৪০০ টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আরও পড়ুন: ঝিনাইদহে ‘জ্বীনের বাদশা চক্র’ এর ৪ সদস্য গ্রেপ্তার
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।