সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। মঙ্গলবার রাতে পৌর এলাকার মাসুমপুর উকিল পাড়া মহল্লায় জনৈক নুরুজ্জামানের ৪তলা বাসায় তাদের আটক করা হয়।
তারা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর উত্তর পাড়া মহল্লার মো. নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), পুঠিয়া বাড়ী মহল্লার মো.আব্দুল লতিফের ছেলে মো. মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার মো. আলী আশরাফের ছেলে মো. আব্দুল জলিল (২৮)ও ধানবান্ধী মহল্লার মো. মানিক শেখের মেয়ে মোছা. উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন, প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাবনা রোডের ফল ব্যবসায়ী মো. রঞ্জু সরকার মঙ্গলবার (১৬ নভেম্বর) দোকানের ফল কেনার জন্য সিরাজগঞ্জ জেলা শহরে যায়। এসময় পূর্ব পরিচিত হওয়ার সুবাদে মো. রঞ্জু সরকারকে কৌশলে মোছা. উন্নতি খাতুন ওরফে মিথিলা তার ভাড়া বাসায় নিয়ে অন্যায়ভাবে আটকিয়ে রাখে। পরবর্তীতে উন্নতি খাতুন ওরফে মিথিলা আটক আসামিদের সহায়তায় রঞ্জু সরকারকে মারধর করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এমতাবস্থায় রঞ্জু সরকারকে উদ্ধারের জন্য তার পরিবার র্যাব-১২’র কাছে একটি লিখিত আবেদন জানায়। এ আবেদনের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।
র্যাবের ধারণা এই চক্রটি দীর্ঘদিন যাবত মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে প্রতারক চক্রের মূল হোতা আটক