সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ৯ নেতা পদত্যাগ করেছেন। বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী ৯ নেতা হলেন- বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সদস্য গোলাম আজম, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, নজরুল ইসলাম ঝন্টু, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম ফারুক ও হাতেম আলী।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান, জানালো পরিবার
পদত্যাগপত্রের বরাত দিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার কারণে বেলকুচিতে বিএনপি আজ দুর্বল হয়ে পড়েছে। দলত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। দেড় বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এখনও পর্যন্ত কোন সভা করতে পারেনি কমিটি।
জেলা বিএনপির আগামী নির্বাহী সভায় পরবর্তী পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আরও পড়ুন: মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে ইউএনবির প্রতিনিধির পদত্যাগ