সিলেটে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্তে সিলেট-তামাবিল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলংগামী একটি বাস সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্তে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি থ্রি হুইলারের (স্থানীয়ভাবে টমটম বলে) সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
নিহতরা সবাই টমটমের যাত্রী ছিল।
আরও পড়ুন:জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
জৈন্তাপুর ও বটেশ্বর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় খাদে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধারে কাজ করে।
এদিকে ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনা ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭