আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাব্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাস ডেঙ্গু আক্রান্তের হার বৃদ্ধি পাবে। এই তিন মাস ডেঙ্গুর অবস্থা আরও খারাপ হবে।
রবিবার বিকালে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জাহিদ মালেক এসব কথা বলেন।
সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে, জাহিদ মালেক বলেছেন যে ডেঙ্গু ইতোমধ্যে প্রায় ৫৭ জেলা জুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে।
২৪ ঘন্টায় আরও ৬ জন ডেঙ্গু রোগী মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ এ দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করুন: জিএম কাদের
তিনি বলেন, ‘ঢাকায় এর প্রকোপ সবচেয়ে বেশি, বর্তমানে আমাদের সবচেয়ে বেশি রোগী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং মুগদা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা সিটি করপোরেশন এবং পৌরসভাকে এলাকাভিত্তিক স্প্রে করার প্রচেষ্টা জোরদার করার অনুরোধ করব।’
পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা ব্যাপক নির্দেশনা জারি করেছি। যার মধ্যে রয়েছে- দেশব্যাপী হাসপাতালে ডেঙ্গু ইউনিট স্থাপন। এছাড়া চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা পেশাজীবীরা বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন। ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করা হচ্ছে।’
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯হাজার ৯০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ১০ হাজার ১৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৭ হাজার ৬৬ জন ঢাকার ও বাকি ৩ হাজার ৬৫ জন অন্যান্য জেলার বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন।
আরও পড়ুন: রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশনের উদ্যোগ হতাশাজনক: টিআইবি