নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দুই হাজার৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. বেলাল হোসেন (৪৫) গাইবান্ধার সাঘাটা থানার জুম্মার বাড়ি এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: বেনাপোলে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁর আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১। ওই অভিযানে কুমিল্লা থেকে ঢাকাগামী গণপরিবহনে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে চালের ভেতর থেকে দুই হাজার সাতশত নব্বই পিস ইয়াবা জব্দ করে।
র্যাব আরও জানায়, বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব দাবি করে, গ্রেপ্তার বেলাল দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ইয়াবা কেনা-বেচা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
আরও পড়ুন: কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ