শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের করোনা টিকা দেওয়ার লক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই শহীদ বুদ্ধিজীবী ডক্টর মুহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারকে একটি অস্থায়ী টিকা কেন্দ্রে পরিণত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পেইনটি উদ্বোধন করা হবে এবং ১৭ অক্টোবর পর্যন্ত সিনোফার্ম ভ্যাকসিন দিয়ে টিকা কার্যক্রম চালানো হবে।
আরও পড়ুন: তালা ভেঙে হলে উঠা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেবে ঢাবি
টিকা কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য টিকা প্রার্থীদের অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা বিশ্ববিদ্যালয় আইডি সঙ্গে আনতে হবে।
দ্বিতীয় ডোজের কার্যক্রম ১৯ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।
যারা ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ এবং শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধীনে করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন তারা যদি কোন ডোজ সেখানে নিয়ে থাকেন তবে তারা এখানে পরবর্তী ডোজ নিতে পারবেন।
আরও পড়ুন: ৫ অক্টোবর খুলবে ঢাবির আবাসিক হল
তবে যারা অন্য কোন ভ্যাকসিন সেন্টারে রেজিস্ট্রেশন করেছেন তাদের অবশ্যই সেই সেন্টারে টিকা নিতে হবে।
ডিএসসিসি ভ্যাকসিনেশন সেন্টারে ইতোমধ্যে যে শিক্ষার্থীরা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে তারা এসএমএস পাওয়ার পর অস্থায়ী ক্যাম্প থেকে একই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।
করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০ সালের ৩০ মার্চ থেকে বন্ধ রয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবর আবাসিক হলগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।