করোনা টিকার কমপক্ষে একটি ডোজ নেয়ার শর্তে ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
শনিবার ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনার কক্ষ শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে বলে নিশ্চিত করেছেন ঢাবির প্রো উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘আত্মহত্যা’ কেন বাড়ছে
তিনি বলেন, শিক্ষার্থীদের আইডি এবং টিকার কমপক্ষে একটি ডোজের প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল এবং একাডেমিক ভবনের দৃশ্যমান স্থানে ব্যানার, ফেস্টুন থাকবে, যাতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হবে।
টিকা পাওয়ার পর আবাসিক হলগুলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে খোলা হবে।
সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক হলগুলোতে আগের মতো ভিড় করা যাবে না এবং তথাকথিত 'গণ রুম' রাখা যাবে না।
আরও পড়ুন: ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: প্রধানমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী টিকা কর্মসূচির আওতায় আসার পর সরাসরি শ্রেণি কার্যক্রমের তারিখ ঠিক করা হবে।