দিনাজপুরের নবাবগঞ্জের বেসরকারি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে বিনোদন কেন্দ্রের কর্মচারীদের সংঘর্ষে ১১ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় স্বপ্নপুরীর আট স্টাফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শিক্ষাসফরে (ফিল্ডওয়ার্কে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৩ শিক্ষার্থীসহ ৮১ সদস্যের একটি টিম বিকাল সাড়ে তিনটার দিকে দিনাজপুরের পাবর্তীপুরে বড় পুকুরিয়া কয়লা খনিতে এসেছিল। ঢাকায় ফিরতি পথে বিকালে তারা নবাবগঞ্জের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর বিভিন্ন রাইডে আনন্দ বিনোদন করছিল।
আরও পড়ুন: ১৭ বছর ধরে পলাতক জেএমবি সদস্য ফেনীতে গ্রেপ্তার
তিনি জানান, এসময় বেখেয়ালে রাইডের মধ্যে একটি ব্যাগ ফেলে রেখে যায় জনৈক শিক্ষার্থী। ফেরত নিতে এসে রাইড অপারেটরদের সঙ্গে বাক বিতণ্ডার জেরে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ।
তিনি আরও জানান, এসময় ধাওয়া-পাল্টাধাওয়া এবং লোহার রড ও লাঠির আঘাতে ১১ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হন। ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিন ছাত্রকে রেফার্ড করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন জানান, আহতদের মধ্যে আরাফাত হোসেন ও জাহিদুল ইসলাম তালকা নামে দুই ছাত্রকে রাতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মারামারির ঘটনায় রাতেই জবির একজন ছাত্র বাদী হয়ে স্বপ্নপুরির আট স্টাফকে অভিযুক্ত করে মামলা করেছেন।
তিনি আরও জানান, অভিযুক্ত আটজনকে রাতেই গ্রেপ্তার করা হয় এবং সোমবার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে ৪ লাখ টাকা চুক্তিতে সিএনজি চালককে হত্যা: গ্রেপ্তার ৮