ভরি প্রতি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বেড়ে ৭৮ হাজার ২৬৫ টাকা হয়েছে। বুধবার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ ঘোষণা দিয়ে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে।
প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭৬ হাজার ৫১৫ টাকা থেকে বেড়ে ৭৮ হাজার ২৬৫ টাকা হবে বলে জানিয়েছে বাজুস।
বাজুস জানায়, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৭৪ হাজার ৬৮২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ১৩ টাকায় বিক্রি হবে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বেড়ে ৫৩ হাজার ৩৬২ টাকা হয়েছে।