দেশের স্বাস্থ্য খাতকে কৃষি ও অন্যান্য খাতের মতো সমৃদ্ধ করতে স্বাস্থ্য খাতে গবেষণা বৃদ্ধির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘স্বাস্থ্যবিষয়ক গবেষণাটা আমাদের দেশে আসলে খুব কম হচ্ছে। আমাদের দেশে অনেক চিকিৎসক আছেন, যারা রোগী সেবা দিতে যতটা আগ্রহী, কিন্তু গবেষণার ক্ষেত্রে হাতেগোনা কয়েকজনই গবেষণা করেন। এক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার।’
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
এসময় শেখ হাসিনা বলেন, দেশে স্বাস্থ্য গবেষণা করা খুবই জরুরি। তবে আমরা অন্যান্য খাতে গবেষণার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছি। আমাদের আরও এগিয়ে যেতে হবে।
তার সরকার কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়েছে এবং এ খাতে যথেষ্ট সাফল্যও পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘এ বিষয়ে গবেষণা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এসময় বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির এই যুগে দ্রুত অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশের প্রতিটি ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘গবেষণার সাথে সাথে এই গবেষণা লব্ধ জ্ঞান আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায় তার ওপর আমরা জোর দিচ্ছি। মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার ওপরও জোর দিতে হবে। এ বিষয়ে যারা গবেষক তারা নিশ্চয়ই এ বিষয়ে কাজ করবেন।’
তার আগের কোনো সরকার গবেষণায় কোনো বরাদ্দ রাখেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমি দেখি প্রকৃতপক্ষে গবেষণায় কোনো বাজেট বরাদ্দ নেই। তখনই প্রথম আমি একটা থোক বরাদ্দ দিই। এরপর থেকে আমরা প্রতি বাজেটে বিশেষ বরাদ্দ রাখি শুধু গবেষণার জন্য।
তিনি স্বাস্থ্য, খাদ্য উৎপাদন, অবকাঠামো উন্নয়ন, প্রকৌশল খাতসহ প্রতিটি খাতে গবেষণায় মনোযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: ঝুঁকিমুক্ত থাকতে দ্রুত টিকা নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর