রাজধানী ঢাকায় একটি হত্যার ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. রিপন (১৯), মো. খোকন (২১), মো. মোস্তফা (৩২) ও খুকি (৪০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (মতিঝিল) মো. এ আহাদ বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে মুগদা থানার কর্মকর্তারা সঙ্গীয় ফোর্স নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, মৃত নাসির (২৫) কোরবানির ঈদের সময় আসামিদের সাথে কসাই হিসেবে কাজ করেছিলেন। কিন্তু তার মজুরির টাকা দেয়া হয়নি। ২৫ আগস্ট রাতে নাসির টাকা চাইতে গেলে তারা বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তর মুগদার আমির মিয়ার বাড়ির সামনের তারা তাকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে রেফার করে। কিন্তু হাসপাতালে কোন আইসিইউ খালি ছিল না তাই তাকে গ্রিন রোডের ইউনিহেল্প স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট সকাল ৬টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: কাজী আরেফ হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন গ্রেপ্তার