হাজিগঞ্জে পুলিশের ওপর যুবদলের হামলার অভিযোগে অন্তত ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ খবর নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের সৈয়দ।
আরও পড়ুন: শেরপুরে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
তিনি বলেন, ২৯ শে অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজিগঞ্জে র্যালি বের করলে সেই সময়ে হাজিগঞ্জ পূর্ব বাজারের সেতুর কাছে র্যালিটি পৌঁছালে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা পুলিশের ওপর হামলা করলে ওসি জুবাইর সৈয়দসহ পাঁচ জন পুলিশ অফিসার আহত হয়।
এ প্রেক্ষিতে ওই দিনই থানার এসআই আ. আজিজের দায়ের করা মামলায় আটক এ ১০ জন সহ ১৮৬ জন ও ৩৫০ জন অজ্ঞাতকে অভিযুক্ত করা হয়।
এদেরকে আদালতে পাঠালে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। আটকদের মধ্যে বিএনপি হাজীগঞ্জ শাখার সহ-সভাপতি ইমাম হোসেনও রয়েছেন।
অন্যদিকে, বিএনপি নেতারা জানায়, ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগে এসব ধরপাকড়। অন্য কিছু নয়।
আরও পড়ুন: নাটোরে ৫টি ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি