রাজধানীর হাতিরঝিলে মাই টিভি ভবনের সামনে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মনির হোসেন (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নওগাঁয় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
জানা যায়, হাতিরঝিলে মাই টিভির সামনে রাস্তায় বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বাইসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মনির। উদ্ধার করে ওই মাইক্রোবাসে করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর শুনে মাইক্রোবাস চালক হাসপাতাল থেকে পালিয়ে যায়।
নিহতের বোন জামাই রিপন জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার হাজিল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে মাইক্রোবাস চাপায় শিশু নিহত
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।