দিনাজপুরের হিলি সীমান্তে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার বিকালে আটকের সময় তাদের কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিনটেনডেন্ট শোয়েব রায়হান।
আরও পড়ুন: মহেশপুরে একজন আটক, ৪টি স্বর্ণের বার জব্দ
আটক পাঁচজন হলেন- মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান।
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট শোয়েব রায়হান বলেন, ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনের দেহ তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি চার গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৬৮ লাখ কোটি টাকা বলে তিনি জানান।
এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক১