ঝিনাইদহের মহেশপুরে একজনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আটকের সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তি হলেন তাজমুল হোসেন (৩০) এবং সহায়তাকারী হলেন মো. মজিদ মন্ডল।
মঙ্গলবার দুপুরে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫০টি স্বর্ণের বার জব্দ, ভারতীয় নাগরিক আটক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত গয়েশপুর বিওপির টহল দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় স্থানীয় জাকামোল্লা ইটভাটার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমান চোরাকারবারীদের ধাওয়া করে। চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি চুয়াডাঙ্গার তাজমুল হোসেনকে আটক করে। এ সময় চোরাচালানে সহায়তাকারী পালিয়ে যায়।
আটক তাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা সোনার বার রয়েছে, যা ভারতে পাচার করা হচ্ছিল।
তাজমুলের দেহ তল্লাশি করে ৪৪৯.৫৩ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করে বিজিবি।
এ ঘটনায় তাজুমল ও পালিয়ে যাওয়া আব্দুল মজিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ, আটক ১
শার্শার গোগা সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১