দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা করা হয়েছে। এর আগে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২২৮ টাকা। এছাড়া নতুন দামের সঙ্গে সঙ্গতি রেখে এলপিজির অন্যান্য পরিমাণের দামও একই অনুপাতে কমবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে প্রতি লিটার ৫৭ দশমিক ২৪ টাকা থেকে কমিয়ে ৫৪ দশমিক ৯৫ টাকা করা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল এ ঘোষণা দিয়ে বলেন, বিশ্বব্যাপী সৌদি চুক্তি মূল্যের বাল্ক এলপিজি (সিপি) কমে যাওয়ায় খুচরা এলপিজির দাম কমেছে।
এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি সিপির দাম আগের দাম প্রতি মেট্রিক টন ৭৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪২০ মার্কিন ডলার করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারদরের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির এলপিজির দাম অপরিবর্তিত থাকবে।