কৃষকদের আন্দোলন নিয়ে টুইটারে বুধবার থেকেই একের পর এক ক্রিকেটার টুইট করেছেন। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মাও। রোহিতের সেই টুইটকে কদর্য ভাষায় আক্রমণ করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
শচীন টেন্ডুলকার, বিরাট কোহলিসহ একাধিক ক্রিকেটারের সুরে সুর মিলিয়েই বুধবার রাতে টুইট করেছিলেন রোহিত। তিনি লিখেছিলেন, ‘যখনই আমরা এক হয়ে দাঁড়িয়েছি, ভারত শক্তিশালী হয়েছে। এই মুহূর্তে সবথেকে বেশি দরকার হলো একটা সমাধান।’
মিমির জন্য পাত্র খুঁজছেন নুসরাত, পায়েল, তনুশ্রীরা!
‘আমাদের দেশের উন্নতির জন্য কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমি নিশ্চিত, সমাধান বের করতেও প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকাই নেবে,’ লেখেন তিনি।
বৃহস্পতিবার সকালে এটাই রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘কেন এই ক্রিকেটাররা ধোবি কা কুত্তা, না ঘরকা না ঘাটকার মতো চেঁচাচ্ছে? যে আইনটা তাদের জন্য ভালো, কেন কৃষকরা তার বিরোধিতা করছে? যারা এত ঝামেলা করছে, তারা জঙ্গি। সেটা বল না, এত ভয় পাচ্ছ কেন?’
মোশারফ করিমের কলকাতার ছবি ‘ডিকশনারি’র ট্রেলার প্রকাশ
এর কিছুক্ষণ পরে এক বিবৃতিতে টুইটার জানায়, ‘টুইটারের আইন লঙ্ঘন করায় এই টুইট (কঙ্গনার) তুলে নেয়া হলো।’
এছাড়া বিধিভঙ্গের অভিযোগে কঙ্গনা রানাওয়াতের একাধিক টুইট তুলে নেয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
‘কেজিএফ চ্যাপ্টার ২’ থেকে ‘দৃশ্যম ২’: ২০২১ সাল মাতাবে যেসব সিনেমা
বরুণ-নতাশা গাঁটছড়া বাঁধবেন রবিবার
ক্যাপিটল হিলের ঘটনাকে নাৎসি হামলার সাথে তুলনা সোয়ার্জনেগারের