এবার ঈদের শাকিব খান অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে সেই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচলো নিউইয়র্কে এই ঢালিউড তারকার ‘গলুই’ মুক্তি দিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক।
আজ (১৫ জুলাই) থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলবে ‘গলুই’। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো দেখানো হবে। এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি। আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক। অন্যদিকে সিনেমার পরিচালক এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
যুক্তরাষ্ট্রে ‘গলুই’ পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। এর ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন, যুক্তরাষ্ট্রে শাকিবের অনেক ভক্ত অনুরাগী রয়েছেন, কিন্তু এর আগে এখানে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন।
সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও পূজা চেরী। এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
পড়ুন: মেহজাবিন 'আ্যম্বুলেন্স চালক'!
রোমাঞ্চকর রহস্য ও ভৌতিক গল্প শোনার কিছু বাংলা ইউটিউব চ্যানেল