প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। দেশে আসার পর জানালেন শিগগিরই আসছে নতুন চমক। তার কিছুটা আভাস পাওয়া গেল ২১ আগস্ট (রবিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তার উপস্থিতি দেখে।
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। এই নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অনুদানের প্রথম কিস্তির চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন এই তারকা।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মন্ত্রণালয়ে আলাপকালের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাকিব খান। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’
শাকিব খানের দীর্ঘদিন দেশে না থাকার কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা। সেই কাজ সম্পন্ন করে ফিরেছেন তিনি। আর এই তারকার দেশে ফেরাকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
ওদিকে, যুক্তরাষ্ট্রে তিনি একটি সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়ে এসেছেন। ‘রাজকুমার’ শিরোনামে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে দেখা যাবে শাকিবের বিপরীতে।
পড়ুন: ৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি