ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।
ঘটনার চার দিন পর ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এই অভিনেত্রী।
ফেসবুক স্ট্যাটাসের পর রবিবার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।
আরও পড়ুন: আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
পরীমনি বলেন, ‘আমি সুইসাইড (আত্মহত্যা) করার মতো মেয়ে না। আজকে যদি আমি মরে যাই, সবাইকে জানাতে চাই, আমি সুইসাইড করবো না।’
আরও পড়ুন: ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
এই অভিনেত্রী জানান, ‘ঢাকা বোট ক্লাবে’ তাকে হেনস্থা করা এক ব্যবসায়ী নিজেকে পুলিশের আইজিপি বেনজির আহমেদের বন্ধু হিসেবে পরিচয় দেন। ওই ব্যবসায়ীর নাম ‘নাসির ইউ মামুন’ বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
ঘটনার পর ভোর রাতে বনানী থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানান এই অভিনেত্রী। তাকে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানায় নেই। এই অভিনেত্রীর নাম্বার রেখে দিয়ে তাকে বলা হয়, ওসি আসলে তার সাথে যোগাযোগ করা হবে।
আরও পড়ুন: ‘পরীমনি’ কঠিন কাজ সহজে করেন
কিন্তু পরীমনির দাবি, তার সাথে থানা থেকে কোনও প্রকার যোগাযোগ করা হয়নি।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, তারা এই অভিনেত্রীর কোনও অভিযোগ এখনও পাননি।