অপহৃত ভারতীয়দের ছেড়ে দিয়েছে তালেবান। তারা বিমানে করে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ছাড়ার জন্য দেশটির প্রধান বিমান বন্দরে অপেক্ষা করছে। সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
শনিবার সকালে কাবুল বিমানবন্দরের বাইরে সশস্ত্র তালেবান যোদ্ধারা ১৫০ জনকে অপহরণ করে। এর বেশিরভাগই ভারতীয় নাগরিক ছিল।
আরও পড়ুনঃ কাবুলে প্রবেশ করেছে তালেবান, ক্ষমতার 'শান্তিপূর্ণ হস্তান্তরের' অপেক্ষা
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের বাইরে থেকে অপহরণ করার পর ভারতীয়দের কাছের একটি পুলিশ স্টেশনে নিয়ে যায় তালেবান। সেখানে তাদের কাগজপত্র দেখার পর ছেড়ে দেয়া হয়। এখন তারা কাবুল বিমানবন্দরে আছে।
তালেবানের এক মুখপাত্র স্থানীয় একটি গণমাধ্যমকে বলেছে, ভারতীয়দের অপহরণ করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ জোর করে কাবুল দখল করবে না তালেবান
শনিবার এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে থেকে তাদের অপহরণ করা হয়েছে । যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান প্রায় ৮৫ জন ভারতীয়কে সরিয়ে নেয়ার দুই ঘণ্টা পর তালেবান ভারতীয় নাগরিকদের তুলে নেয়।
দিল্লির একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, উড়োজাহাজটি নিরাপদে তাজিকিস্তানে অবতরণ করেছে। বিমানটি রিফুয়েল করার পর ভারতে ফিরে আসবে এবং দ্বিতীয় বিমানটি কাবুল বিমানবন্দরে অপেক্ষায় আছে।
তালেবান রাজধানী দখলের প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার ভারত দেশটির বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে কাবুলে তাদের দূতাবাস থেকে রাষ্ট্রদূতসহ সব কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে।
আরও পড়ুনঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চল দখল শেষে কাবুলের পথে তালেবান
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সেইদিন সকালে টুইট করে বলেন, ‘বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত নেয়া হয়েছে যে কাবুলে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীরা অবিলম্বে ভারতে চলে আসবেন।’
যদিও আফগানিস্তান তার আকাশসীমা সব বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ করে দিয়েছে, তবুও সামরিক বিমানগুলো কাবুল বিমানবন্দরে অবস্থানরত আমেরিকান সৈন্যদের সাহায্যে আটকে পড়া বিদেশি নাগরিকদের সরিয়ে নিচ্ছে।
ভারত সরকার, ইতোমধ্যে, ই-ভিসার একটি নতুন জরুরি বিভাগ চালু করেছে যাতে এই দেশে আশ্রয় নিতে আফগানরা দ্রুত আবেদন করতে পারে।
গত দুই সপ্তাহে, ভারত তাদের সব কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারকে আফগানিস্তানে দেশটির তিনটি কনস্যুলেট - কান্দাহার, জালালাবাদ এবং হেরাত থেকে সরিয়ে নিয়েছে।