আধুনিক সময়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে জাতিসংঘকে পাঁচ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সমাজকে অস্থিতিশীল করার লক্ষ্যে মৌলবাদ ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেয়ার জন্য ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমগুলো সন্ত্রাসবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে অতিরিক্ত ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত: জয়শঙ্কর
শনিবার জয়শঙ্কর ভারতের রাজধানীতে দুই দিনব্যাপী জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন কমিটির এক বৈঠকে এসব কথা বলেন। শুক্রবার মুম্বাইয়ে এটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকি প্রতিরোধ ও মোকাবিলায় সদস্য দেশগুলোকে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদানে ইউএনওসিটি-এর প্রচেষ্টা বাড়াতে ভারত এ বছর স্বেচ্ছায় জাতিসংঘের ট্রাস্ট ফান্ড ফর কাউন্টার টেরোরিজম-এ পাঁচ লাখ ডলার প্রদান করবে।’
প্রথমবারের মতো ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেরোরিজম কমিটির এ বৈঠকের আয়োজন করছে। এ বছরের থিম হলো- ‘ সন্ত্রাসবাদি কর্মকাণ্ডে নতুন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রতিরোধ করা’।
আরও পড়ুন: নিউইয়র্কে জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ