ইউক্রেনীয় শস্য বহনকারী প্রথম জাহাজটি সোমবার সকালে ওডেসা বন্দর থেকে যাত্রা করেছে। একটি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী চুক্তির মাধ্যমে বিদেশের বাজারে ইউক্রেনীয় শস্যের এই বড় চালান পৌঁছানোর মাধ্যমে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ক্ষুধা সংকট কমবে বলে আশা করা হচ্ছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিয়েরা লিওনের-পতাকাবাহী কার্গো জাহাজ রেজোনি ওডেসা থেকে লেবাননের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, রেজোনি ২৬ হাজার টন ভুট্টা বহন করছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রেজোনির স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেমের তথ্যানুযায়ী, একটি টাগ বোটসহ জাহাজটি ওডেসা বন্দরের বার্থ থেকে যাত্রা করে। জাহাজটি মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সেখানে এটি প্রাথমিক পরীক্ষার পর পরবর্তী যাত্রার অনুমতি দেয়া হবে।
রেজোনি ভুট্টা নিয়ে লেবানন উদ্দেশে যাত্রা শুরু করেছে। বিশ্বব্যাংক জানায়, মধ্যপ্রাচ্যের এই ক্ষুদ্র দেশটি দেড়শ’ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটে ভুগছে।
আরও পড়ুন: ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩, আহত শতাধিক
২০২০ সালে বৈরুতের প্রধান বন্দরে এক বিস্ফোরণের ফলে এর রাজধানী শহর ছিন্নভিন্ন হয়ে যায় এবং সেখানকার শস্যের সাইলোগুলো ধ্বংস হয়ে যায়।
রেজোনি কৃষ্ণ সাগরের খোলা জলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি ইস্তাম্বুল থেকে লেবাননের ত্রিপোলিতে তার গন্তব্য পরিবর্তন করে।
ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ বলেছেন, ‘আজ ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে একত্রে বিশ্ব ক্ষুধা প্রতিরোধে আরেকটি পদক্ষেপ নিচ্ছে।’
তিনি বলেন, এটি ইউক্রেনকেও সাহায্য করবে।
কুব্রাকভ বলেন, ‘বন্দরগুলোকে আনলক করায় অর্থনীতিতে অন্তত এক বিলিয়ন বৈদেশিক মুদ্রার রাজস্ব যুক্ত হবে এবং কৃষি খাতের জন্য আগামী বছরের জন্য পরিকল্পনা করার সুযোগ দেবে।’
তুর্কি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২২ জুলাই ইস্তাম্বুলে স্বাক্ষরিত চুক্তি অনুসারে অন্যান্য জাহাজগুলোও ইউক্রেনের বন্দরগুলোথেকে নিরাপদ করিডোর দিয়ে যাত্রা করবে। তবে এর বেশি কিছু জানানো হয়নি।
রাশিয়া ও ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। যার ফলে ইউক্রেনের জন্য রাশিয়ার আক্রমণের কারণে কৃষ্ণ সাগরের বন্দরে আটকে থাকা ২২ মিলিয়ন টন শস্য এবং অন্যান্য কৃষি পণ্য রপ্তানি করার পথ খুলে গেছে। এছাড়া এসব চুক্তির মাধ্যমে রাশিয়াও শস্য ও সার রপ্তানির অনুমতি পায়।
আরও পড়ুন: ইউক্রেনে শপিং মলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা,নিহত ১৩