ইউক্রেনে রুশ হামলার কারণে ১৬ ইউক্রেনীয় শিশু ও আরও ৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘প্রতিটি অপরাধ, দখলদারদের প্রতিটি গুলি আমাদের ও আমাদের সহযোগীদের আরও কাছে নিয়ে আসে।’
এ সময় তিনি রাশিয়ার ওপর পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার প্রশংসা করেছেন এবং দাবি করেন এগুলো রুশ মুদ্রার মান কমিয়ে দিয়েছে। এছাড়া জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে দেশটির সদস্য পদের জন্য বিশেষ ও দ্রুত পথের আহ্বান জানান।
সাড়ে চার হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন উল্লেখ করে রুশ সেনাদের আত্মসমর্পণ ও দেশ ((ইউক্রেন) ত্যাগের আহ্বান জানান জেলেনস্কি।
তিনি বলেন, ‘আপনাদের কমান্ডারদের বিশ্বাস করবেন না; অপপ্রচারণায় বিশ্বাস করবেন না; শুধু জীবন বাঁচান।’
আরও পড়ুন: রাশিয়ান হামলায় বিশ্বের বৃহত্তম কার্গো বিমান পুড়ে ছাই
ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা