রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইউরোপের তিন দেশ-জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাবেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২ মে মোদি প্রথমে জার্মানি যাবেন। সেখানে তিনি দেশটির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। জার্মানি থেকে তিনি ডেনমার্কে যাবেন এবং ৪ মে দেশে ফেরার পথে প্যারিসে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।
মন্ত্রণালয় আরও জানায়, ‘বার্লিনে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় করবেন এবং তারা (দুই নেতা) ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের (আইজিসি) ষষ্ঠ সংস্করণের সহ-সভাপতি হবেন।’
বিবৃতিতে জানানো হয়, মোদির সফরটিকে বিস্তৃত পরিসরে সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এতে আরও বলা হয়, জার্মানি থেকে কোপেনহেগেনে যাবেন মোদি। সেখানে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও ডেনমার্ক আয়োজিত দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মোদি।
আরও পড়ুন: পুনরায় নির্বাচিত হওয়ায় ম্যাক্রোঁকে মোদির শুভেচ্ছা
ভারত-নর্ডিক সামিটে মোদি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসদোত্তির, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গেও আলোচনা করবেন।
মন্ত্রণালয় বলেছে, আলোচনায় মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, উদ্ভাবন ও প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, বিকশিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভারত-নর্ডিক সহযোগিতার মতো বিষয়গুলোতে ফোকাস করা হবে।
৪ মে দেশে ফেরার পথে মোদি প্যারিসে যাত্রাবিরতি করবেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন।
বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও ফ্রান্স এ বছর তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে।
আরও পড়ুন: বাইডেন-মোদি ভার্চুয়াল বৈঠক আজ