ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার এ হামলায় আরও দুজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ফ্রি পাপুয়া অর্গানাইজেশনের সামরিক শাখা পশ্চিম পাপুয়া লিবারেশন আর্মির সদস্য বলে ধারণা করা হচ্ছে।
পাপুয়া পুলিশের মুখপাত্র আহমদ মুস্তফা কামাল বলেছেন, প্রায় ২০ জন বন্দুকধারী এনডুগা জেলার নোগোলাইট গ্রামে হামলা চালায়। এসময় একজন মুদি দোকানদার তার জিনিসপত্র খোলার প্রস্তুতি নিচ্ছিল। তারা তাকে এবং চার পথচারীসহ আরও সাত ব্যবসায়ীকে গুলি করে।
তিনি বলেন, নিহতদের বেশিরভাগই ইন্দোনেশিয়ান দ্বীপ থেকে আসা অভিবাসী।
মুস্তফা কামাল আরও বলেন, ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে এবং তিনজন একটি ক্লিনিকে মারা গেছেন। পুলিশ ও সেনাবাহিনী হামলাকারীদের খোঁজ করছে।
তবে ফ্রি পাপুয়া অর্গানাইজেশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য গত বছর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে সংঘর্ষ বেড়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মন্টানায় ধূলিঝড়ে গাড়ির সংঘর্ষ, নিহত ৬