প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় মার্কিন সেনাবাহিনী ইরাক-সিরিয়া সীমান্তের এক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। আমেরিকার দাবি ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী ওই ঘাঁটি ব্যবহার করে আসছিল।
রবিবার এই হামলা চালায় মার্কিন বাহিনী।
আরও পড়ুনঃ জোড়া ড্রোন হামলায় কেঁপে উঠল জম্মু কাশ্মীরের বিমান ঘাঁটি
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, ইরাকে আমেরিকান সেনাবাহিনীর বিপক্ষে মিলিশিয়ারা এই ঘাঁটি ব্যবহার করে মানুষ বিহীন ড্রোন হামলা করে চালাতো।
কিরবি জানান, আমেরিকান বাহিনী সিরিয়ায় দুটি এবং ইরাকে একটি হামলা অস্ত্রের গুদামসহ অপারেশনাল কার্যালয় ধ্বংস করেছে।
আরও পড়ুনঃ যুদ্ধবিরতির পর ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা
এই বিমান হামলাকে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
কির্বি বলেন, ‘এই হামলা মূলত ক্রমবর্ধমান ঝুঁকির বিরুদ্ধে প্রয়োজনীয় ও যথার্থ প্রতিবাদ এবং সুস্পষ্ট বার্তা প্রদান করেছে।’
এই অঞ্চলে বাইডেন কতৃর্ক এটাই দ্বিতীয় সামরিক হামলা। এর আগে ফেব্রুয়ারিতে ইরাক সীমান্তে বিমান হামলা করা হয়েছিল।
আরও পড়ুনঃ তাইওয়ানে রেকর্ড সংখ্যক চীনা বিমানের অনুপ্রবেশ
ফেব্রুয়ারিতে ইরাকে এক রকেট হামলায় বেসামরিক এক ব্যক্তির মৃত্যু এবং এক সেনা সদস্যের আহতের ঘটনার জবাব বলে মন্তব্য করেছিল পেন্টাগন।
উল্লেখ্য, ফেব্রুয়ারির ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের ওপর আমেরিকার হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছিল।