ব্রিটেনে মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে বিশ্বের ৬০ টি দেশে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়লেও এই প্রথম এতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জানা গেল।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশে ওমিক্রন আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি বরিস।
ইতোমধ্যে যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে ১০ জন লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে রবিবার দেশটির এক টেলিভিশন চ্যানেলে দেয়া ঘোষণায়, প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ১৮ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে ৩১ ডিসেম্বরের মধ্যে টিকার তৃতীয় ডোজ দেয়া হবে। এরপর আজ সারাদিন দেশটির টিকা কেন্দ্রগুলিতে বুস্টার ডোজ নিতে আসা ব্যক্তিদের দীর্ঘ লাইন দেখা যায়।
আরও পড়ুন: যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের ঢেউয়ের মুখোমুখি: বরিস জনসন
টেলিভিশনে দেয়া বার্তায় বরিস বলেন, আমরা এখন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ফলে একটি জরুরি অবস্থার মুখোমুখি হয়েছি। ভ্যাকসিনের বুস্টার ডোজ এখন আমাদের কাছে থাকা সবচেয়ে কার্যকর উপায়। এটি ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে।
এদিন বরিস আরও জানিয়েছেন, যুক্তরাজ্য করোনভাইরাসের নতুন শনাক্ত হওয়া ওমিক্রন সংক্রমণের ‘ঢেউ’ এর মুখোমুখি রয়েছে। এর বিরুদ্ধে লড়তে সবার জন্য বুস্টার ভ্যাকসিনেশন ঘোষণা করেছে দেশটির সরকার। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে ওমিক্রনের জন্য ‘জরুরি’ ভিত্তিতে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেয়া হবে। এর আগে টার্গেট ছিল জানুয়ারির শেষ পর্যন্ত বুস্টার ডোজ দেয়া হবে।
তিনি বলেন, ব্রিটেনে প্রতি দুই থেকে তিন দিনে অত্যন্ত সংক্রামক এই ধরনের বিস্তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এভাবে বাড়তে থাকলে খুব শিগগিরই দেশে ‘ওমিক্রনের ঢেউ’ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: দেশে জিম্বাবুয়েফেরত ২ নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত
তিনি আরও বলেন, এটি এখন সবাই জানে আমাদের সুরক্ষার জন্য ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়, তাই আমি ভয় পাচ্ছি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, কিন্তু সুসংবাদ হল যে আমাদের বিজ্ঞানীরা আশা করছেন ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ একটি বুস্টার ডোজ আমাদের সুরক্ষা স্তর তৈরি করতে পারবে।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য মতে, ওমিক্রন আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বর্তমানে ব্যবহার্য ভ্যাকসিনগুলোর কার্যকারিতা তুলনামূলক কম দেখা যায়। অন্যকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেয়ার পরে কার্যকারিতা ৭০ থেকে ৭৫ শতাংশ বেড়ে যায়।
ব্রিটেনে ১২ বছর বা তার বেশি বয়সের ৮০ শতাংশেরও বেশি মানুষ দুই ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং প্রাপ্তবয়স্কদের ৪০ শতাংশ ভ্যাকসিনের তিন ডোজ পেয়েছে।
আরও পড়ুন: ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২১