করোনার নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য মঙ্গলবার নতুন নিয়ম জারি করেছে ভারত। নতুন এ নিয়ম ৩০ নভেম্বর মধ্যরাত থেকে কার্যকর হবে।
এক বিবৃতিতে ভারত সরকার জানায়, ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক করোনার আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত তারা বিমানবন্দর ত্যাগ করতে পারবেন না।
‘ঝুঁকিপূর্ণ’ দেশের কোনো যাত্রীর যদি করোনা পজেটিভ আসে তাহলে তাকে আলাদা করা হবে এবং চিকিৎসা দেয়া হবে। করোনার ধরন শনাক্তে তাদের নমুনা তাৎক্ষণিক জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে বলেও জানায় দেশটির সরকার।
যাদের করোনা নেগেটিভ আসবে তাদের সাতদিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং অষ্টম দিনে আবার করোনার নমুনা পরীক্ষা করাতে হবে।
এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন, বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলেও জানায় ভারত সরকার।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী