কানাডায় সিরিজ ছুরি হামলায় আদিবাসীসহ ১০ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। রবিবার কানাডা প্রদেশের কাছে সাস্কাচেওয়ানে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ বলছে, জেমস স্মিথ ক্রি নেশন এবং সাস্কাচেওয়ানের উত্তর-পূর্বে ওয়েলডন গ্রামে একাধিক স্থানে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। দু’জন সন্দেহভাজনকে তারা খুঁজছেন।
সাস্কাচেওয়ানের আরসিএমপি’র সহকারী পুলিশ কমিশনার রোন্ডা ব্লাকমোর বলেন, আহতদের কেউ কেউ বলছেন, নিহতদেরকে লক্ষ্যবস্তু হিসেবে হামলা করা হয়েছে এবং অন্যান্যদের এলোপাতাড়িভাবে আক্রমণ করা হয়েছে।
ব্লাকমোর বলেন, ‘আমাদের প্রদেশে আজ যা ঘটেছে তা ভয়ানক’ সেখানে ১৩টি অপরাধের দৃশ্য আছে যেখানে আহত মানুষদের পাওয়া গেছে। কানাডার ইতিহাসে এটি ভয়াবহ হত্যার ঘটনা।
পড়ুন: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কানাডা থেকে নূর চৌধুরীকে ফেরানোর ওপর জোর বাংলাদেশের
রেজিনা পুলিশ সার্ভিস একটি বিবৃতিতে জানিয়েছে, মাউন্টিজের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য এটি বিভিন্ন ফ্রন্টে কাজ করছে এবং মোজাইক স্টেডিয়ামে ফুটবল খেলাসহ শহর জুড়ে জননিরাপত্তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটার বার্তায় বলেন, ‘সাস্কাচেওয়ানে আজকের হামলা ভয়াবহ ও হৃদয়বিদারক। হামলায় যারা প্রিয়জনদের হারিয়েছেন ও আহত হয়েছেন আমি তাদের কথা ভাবছি।’
জেমস স্মিথ কেরি ন্যাশন রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে।
আরও পড়ুন: কানাডার রয়্যাল মিলিটারি কলেজের ৪ ক্যাডেট দুর্ঘটনায় নিহত
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’