আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও গতি এনেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভোরে আগের ২৪ ঘণ্টায় তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে ২৮টি মার্কিন সামরিক বিমানে প্রায় ১০ হাজার ৪০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন। এছাড়া পরবর্তী ১২ ঘণ্টায় ১৫টি সি-১৭ বিমানে আরও ৬ হাজার ৬০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র জন কিরবি বলেছেন, বিমানবন্দরে বাস্তুচ্যুতদের সরিয়ে নেয়ার ব্যাপারে তালেবান কমান্ডারদের সঙ্গে সমন্বয়ের কারণে দ্রুততার সাথে সরিয়ে নেয়া হচ্ছে।
কিরবি বলেন, ‘লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তালেবানদের সাথে অবিচ্ছিন্ন সমন্বয় প্রয়োজন।’
এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হোয়াইট হাউসে বলেছেন, তালেবানদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। আমেরিকান এবং অন্যান্যদের নিরাপদে কাবুল বিমানবন্দর থেকে স্থানান্তরের বিষয়ে আরও উপায় খুঁজছে মার্কিন প্রশাসন।
তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক এবং নিরাপত্তা উভয় মাধ্যমেই তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
৩১ আগস্টের পর আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও আফগানদের সরিয়ে আনতে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্নের সময়সীমা বাড়ানো হবে কি না তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিদ্ধান্ত নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে ভিড়ের চাপে ৭ আফগানের মৃত্যু