১৩ বছর আগে ২০০৮ সালে গুজরাটের সিরিজ বোমা হামলার মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত এই আদেশ দেন।
এটি এখন পর্যন্ত ভারতের যেকোনো আদালতে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ডাদেশের ঘটনা।
২০০৮ সালে এক ঘণ্টার ব্যবধানে ৩১টি বিস্ফোরণে গুজরাটের আহমেদাবাদ শহরে ৫৬ জনের মৃত্যু এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছিল।
আরও পড়ুন: মমতার দলে কি বিদ্রোহ চলছে?
বাকি আসামিদের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের কেউ ১৪বছর পর প্যারোলের অধিকারী হবে না বলে আদালত স্পষ্ট করে দিয়েছে।
এই মামলায় মোট ৮০ জন আসামিকে বিচারের মুখোমুখি করা হলেও তথ্য প্রমাণের অভাবে মামলায় অন্য ২৮ জনকে খালাস দেয়া হয়।
বিচার চলাকালীন এই হামলার জন্য স্বদেশী সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনকে দায়ী করা হয়।
আরও পড়ুন: ভারতে দৈনিক সংক্রমণ ৩৫ হাজারের নিচে নামল