জর্জ ফ্লয়েডের অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক তিন মিনিয়াপোলিস পুলিশ অফিসারের বিচার সোমবার আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে আসামিদের একজনের করোনা শনাক্ত হলে এই বিচার কাজ হঠাৎ স্থগিত করা হয়।
অভিযুক্তরা হলেন, জে. আলেকজান্ডার কুয়েং, থমাস লেন ও টু থাও।
ঘটনার সময় অফিসার ডেরেক চৌভিন যখন ফ্লয়েডকে হাতকড়া পরানো অবস্থায় নির্যাতন করছিলেন তখন তারা তাকে চিকিৎসা সহায়তা দিতে ব্যর্থ হন।
আরও পড়ুন: গভীর কুয়ায় আটকা পড়া মরক্কোর শিশুটি মারাই গেল
কুয়েং ও থাওকে হত্যাকাণ্ডে হস্তক্ষেপ করতে ব্যর্থ হওয়ার জন্যও অভিযুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডটি বিশ্বব্যাপী বর্ণবাদ ও পুলিশি ভূমিকার পুনর্বিবেচনার জন্য প্রতিবাদের সূত্রপাত করে।
বিচারিক কার্যক্রম শুরু হওয়ার দু’সপ্তাহের মাথায় গত বুধবার করোনা শনাক্তের কারণে তা স্থগিত করা হয়। তবে তিন আসামির মধ্যে কার করোনা শনাক্ত হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে জাল নোট রাখার অভিযোগে হাঁটু দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ। বর্ণবিদ্বেষ থেকেই ফ্লয়েডকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন অনেক কৃষ্ণাঙ্গরা।