ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার প্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তবটির পক্ষে বিপক্ষে যথাক্রমে ৯৩ ও ২৪ ভোটের পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশসহ ৫৮ দেশ ভোট প্রদান থেকে বিরত ছিলো।ভোটদানে বিরত থাকা অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান,নেপাল ও মালদ্বীপ।
জাতিসংঘের সাধারণ পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনে চলমান মানবাধিকার ও মানবিক সংকটের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা, বিশেষ করে রাশিয়ান ফেডারেশন কর্তৃক মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ব্যাপারে।
আরও পড়ুন: পশ্চিমা দেশের কাছে আরও অস্ত্রের আবেদন ইউক্রেনের
যদিও প্রস্তাবটি সমর্থন না করা দেশগুলো বলছে এটি মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুন্ন করবে।
আবার অনেকেই বলছেন,এই প্রস্তাবটি আমেরিকান ও ইউরোপীয় ভূ-রাজনৈতিক এজেন্ডাকে প্রতিফলিত করেছে।
রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর গেনাডি কুজমিন ভোটের পর জানিয়েছেন, পরিষদ পদক্ষেপ নেয়ার আগে মানবাধিকার কাউন্সিল থেকে বৃহস্পতিবারের শুরুতে দেশটি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
তিনি পরিষদের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ’ নিয়ে কাজ করার অভিযোগ করেন।
আরও পড়ুন: অনাস্থা প্রস্তাব খারিজ: পাকিস্তানের সর্বোচ্চ আদালতে শুনানি শেষ