দুর্নীতির দায়ে অভিযুক্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে। বুধবার সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত এই রায় দিয়েছেন।
যদিও গত বছর সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়া সু চি, একজন শীর্ষ রাজনৈতিক সহকর্মীর কাছ থেকে ঘুষ হিসাবে স্বর্ণ এবং কয়েক হাজার ডলার গ্রহণ করার অভিযোগ অস্বীকার করেছেন।
তার সমর্থকরা এবং স্বাধীন আইন বিশেষজ্ঞরা মনে করেন, এ রায়ের মাধ্যমে সু চিকে অসম্মান এবং ৭৬ বছর বয়সী এ নেতাকে রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফিরে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: সু চির আরও ৪ বছরের কারাদণ্ড
অনেকেই সু চির সাজার সিদ্ধান্ত সামরিক বাহিনীর ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন।
তিনি ইতোমধ্যে অন্যান্য মামলায় ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত আছেন এবং আরও ১০ টি দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন।
বুধবারের এ রায়ের খবর নাম প্রকাশে অপারগ এক আইনি কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সু চির এ বিচার কার্যক্রম গণমাধ্যম ও দর্শকদের দেখার সুযোগ দেয়া হয়নি। এছাড়া এই নেত্রীর পক্ষের আইনজীবীদেরও গণমাধ্যমে তথ্য প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার বিষয়ক আসিয়ানের বিশেষ দূতকে সু চির সঙ্গে দেখা করার আহ্বান