ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (৫ জুন) মোদি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
আরও পড়ুন: নির্বাচনি জনসভায় 'অনুপ্রবেশকারী' বলায় মুসলিম বিদ্বেষের অভিযোগ মোদির বিরুদ্ধে
এসময় নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দেশের পরবর্তী সরকার গঠনের আগে যে নিয়ম অনুসরণ করা হয়, মোদির পদত্যাগ তারই অংশ।
ভারতের নির্বাচন কমিশন বুধবার সকালে তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে।
আরও পড়ুন: মোদির এনডিএ জোটকে ঢাকার অভিনন্দন, দিল্লির সঙ্গে সম্পর্ক জোরদারে আশাবাদী
টানা তৃতীয়বার জয়ের দাবি মোদির, তবে সরকার গঠনে লাগবে জোট শরিকদের