ইরান ভারত ও পাকিস্তানের সাথে সকল প্রকার ফ্লাইট বাতিল করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ এশিয়ার দেশ দু’টিতে মারাত্মক আকারে করোনা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বার্তা সংস্থা আইআরএনএ বলছে, ইরানে স্বাস্থ্য মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানের সাথে সকল ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, যা শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে। এর ফলে ইরানের সাথে দেশ দু’টির কোনও বিমান চলাচল করবে না।
আরও পড়ুন: দিল্লির হাসপাতালে ‘অক্সিজেন সংকটে’ ২৫ করোনা রোগীর মৃত্যু
ইরানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র মোহম্মাদ হাসান জিবাক্স জানান, ভারতের সাথে ইরানের কোনও রুটিন ফ্লাইট নেই। তবে মাঝে মাঝে কিছু বিমান যাতায়াত করে।
এছাড়া, এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ যেমন, আরব আমিরাত, ওমান, কুয়েত করোনা সংক্রমণ রোধ করার জন্য ইতিমধ্যেই ভারতের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
মোহম্মাদ হাসান বলেন, ইরান ইতিমধ্যেই ৪১টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ করেছে। কিন্তু যারা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ দেশে ভ্রমণ করতে চায় তাদের অবশ্যই করোনা পরীক্ষা করতে হবে। ইরানে ৮ বছরের বেশি প্রত্যেক ভ্রমণকারীকেই দেশ ত্যাগ করার আগের অন্তত ৯৬ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হয় ভ্রমণ করার জন্য। এছাড়া ইরানে অবতরণের পর সকল যাত্রীর করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে দেশটি।
আরও পড়ুন: করোনার বিশ্ব রেকর্ড: ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি আক্রান্ত
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানান, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৮,২৩০ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। বর্তমানে ইরানে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৭৭ হাজার জন।