ফেসবুক এবং এ সম্পর্কিত অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো ছাড়াও দেশটির সামরিক সরকার শুক্রবার কমিউনিকেশন অপারেটর এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু মানুষ ‘ফেক নিউজ’ ছড়িয়ে দেয়ার জন্য এই প্ল্যাটফর্ম দুটি ব্যবহার করার চেষ্টা করছে।
‘মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্বকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে জাতিসংঘ’
রাত ১০টা থেকে মিয়ানমারে টুইটার পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমস্যা পর্যবেক্ষণকারী সাইট নেটব্লকস। এর আগেই বন্ধ করা হয় ইনস্টাগ্রামও।
এক বিবৃতিতে, মিয়ানমারে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার আদেশের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ এবং ‘সরকার-নেতৃত্বাধীন ধ্বংসাত্মক পদক্ষেপ বন্ধের বিরোধিতা করার’ প্রতিশ্রুতি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
এর আগে ‘স্থিতিশীলতা’ নিশ্চিতের কথা উল্লেখ করে ফেসবুক বন্ধ করে দেয় মিয়ানমারের সামরিক জান্তা।
মিয়ানমারে আটক বন্দীদের মুক্তির আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় অভ্যুত্থান বিরোধিতা বা প্রতিবাদ জানাতে টুইটার ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোকে বেছে নেন অনেক ব্যবহারকারী।
এসব সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করে প্রতিবাদ, বিক্ষোভ যেন ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ এগুলো বন্ধ করার পদক্ষেপ নিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে এবং মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেয়ার জন্য পরিস্থিতি তৈরি করতে যথাসাধ্য চেষ্টা করবে বলে শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সু চির বিরুদ্ধে মামলা, পাওয়া গেল তাকে আটক রাখার আইনি ভিত্তি
এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, দেশটির সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফলের প্রতি শ্রদ্ধা এবং সেনাবাহিনীর হাতে আটক সকল বন্দীদের মুক্তি দিতে নিরাপত্তা পরিষদ যে আহ্বান জানিয়েছে তা ‘একেবারে অপরিহার্য’।
নির্বাচনের বিপরীতে মিয়ানমারের এ ঘটনা (সামরিক অভ্যুত্থান) ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে, দেশটিতে সাংবিধানিক ক্ষমতা পুনর্বহাল করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সঙ্কটের মূল কারণগুলো খুঁজে বের করে তা সমাধানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করার আহ্বান জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সদস্যরা।
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনীর জারি করা জরুরি অবস্থা এবং স্টেট কাউন্সেলর অং সান সু চি, রাষ্ট্রপতি ইউ উইন মিন্তসহ অন্য নেতাদের নির্বিচারে আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।
এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের পর আটক ‘সকল বন্দীদের অবিলম্বে মুক্তি দেয়ার’ আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।