ক্ষমতা বিরোধী ও সমালোচকদের সমালোচনা ভুল প্রমাণ করে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আবারও ইতিহাস সৃষ্টি করলো। গত মাসে নির্বাচনে যাওয়া পাঁচটি ভারতীয় রাজ্যের মধ্যে চারটিতে ক্ষমতা ধরে রেখেছে ক্ষমতাসীন এই দলটি।
ভারতের বৃহত্তম ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভের পাশাপাশি উত্তরাখন্ড, গোয়া ও মণিপুর রাজ্যেও জয় নিশ্চিত করেছে মোদীর দল।
উত্তরপ্রদেশে সন্ন্যাসী থেকে রাজনীতিবিদ হওয়া যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে।
আরও পড়ুন: কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন-রাশিয়া বৈঠক
তবে উত্তর ভারতের পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টির (এএপি) জয় হয়েছে।
ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুসারে, ৪০৩ সদস্যের বিধানসভায় ২৫০ সদস্য অতিক্রম করেছে বিজেপি। অন্যদিকে তরুণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি দ্বিতীয় স্থানে রয়েছে।
উত্তরপ্রদেশে সাতটি ধাপে ফেব্রুয়ারি ১০, ১৪, ২০, ২৩, ২৭ এবং ৩, ৭ মার্চ করোনা সুরক্ষা মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালে ভারতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: আব্রামোভিচসহ ৭ রুশ নাগরিকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা